বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মান্দায় শিয়ালের  আক্রমণে  আহত ১০

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

মান্দায় শিয়ালের  আক্রমণে  আহত ১০

নওগাঁর মান্দায় শিয়ালের কামড়ে ১০ জন আহত হয়েছেন। গত সোমবার সন্ধ্যায় মান্দা উপজেলার ৯নং তেতুলিয়া ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে।

 আহতরা হলেন- তেতুলিয়া ইউনিয়নের শেখ পাড়া গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে শহিদুল ইসলাম, রেহেনা খাতুন, সুজন, বানেছা বিবি  চন্দ্রকোনা, জাহেদা বিবি, মানিকজান বিবি ও মুরাদ। বাকিদের নাম পরিচয় জানা যায়নি। আহতদের  মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভ্যাকসিন দেয়া হয়েছে। 

আহতরা জানান, গত সোমবার বাড়ির পাশের জঙ্গল থেকে কয়েকটি শিয়াল হঠাৎ বের হয়ে সামনে যাকে পেয়েছে তাকেই কামড় দিয়েছে।  শিয়ালটি ওই এলাকার অন্তত ১০ জনকে কামড় দিয়ে ক্ষত করেছে।

শিয়ালের এই আকস্মিক আক্রমণে গ্রামের লোকজন এখন ভয়ে ভীত সাব্যস্ত তারা জানান দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এলাকাবাসীকে শিয়ালের আক্রমণ থেকে রক্ষা করতে হবে।

টিএইচ